Paid courses of Coursera are now free for FIU students


বিশ্ববিখ্যাত অনলাইন লার্নিং প্লাটফর্ম Coursera থেকে আমরা কিছু লাইসেন্স পেয়েছি, যার আওতায়, আমাদের স্টুডেন্টরা Coursera-এর পেইড কোর্সগুলো ফ্রি করতে পারবে, এবং কোর্স কমপ্লিট করলে সার্টিফিকেটও নিতে পারবে।

যদিও Coursera এর যে কোন কোর্সে ৭ দিনের জন্য ফ্রি এনরোল করা যায়, কিন্তু পুরো কোর্স কমপ্লিট করতে পেমেন্ট করতে হয়। এই পেমেন্টের পরিমাণ কোর্সের উপর ডিপেন্ড করে। কিন্তু এখন, FIU এর বিজনেস ডিপার্টমেন্ট এর স্টুডেন্টরা এইসব কোর্সগুলো ফ্রি করতে পারবে।

শর্ত হল, কোর্সে  অবশ্যই Sept. 30, 2020 এর মধ্যে এনরোল করতে হবে। এনরোল এর দিন থেকে, ২ মাস সময় পাওয়া যাবে শেষ করার জন্য। এই সময়ের মধ্যে, আমাদের একজন স্টুডেন্ট যত খুশি কোর্স কমপ্লিট করতে পারবে।

আমরা স্টুডেন্টদের জন্য প্রায় দুই হাজার কোর্স ওপেন করে দিয়েছি, যার পুরো তালিকাটা এই লিংকে পাওয়া যাবে:


এই লিংকে গিয়ে Explore বাটনে ক্লিক করে টপিকওয়াইজ কোর্সগুলো দেখা যাবে।

কিভাবে এনরোল করতে হবে?

  • অবশ্যই BBA/MBA এর স্টুডেন্ট হতে হবে। যারা রিসেন্টলি ডিগ্রী কমপ্লিট করে ফেলেছে, তারাও পারবে।  
  • প্রথমে https://www.coursera.org/ তে নিজের ইমেইল দিয়ে একটা একাউন্ট খুলতে হবে।
  • একটু পরেই Coursera থেকে "Action Required: Please confirm your email" এরকম একটা ইমেইল আসবে। ভিতরের বাটন বা লিংকে ক্লিক করে ইমেইল কনফার্ম করতে হবে।
  • তারপর নিজের FIU ID, Name ইত্যাদি লিখে আমার কাছে ইমেইলে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে (click here for email address)। নিজের একটু পরিচয় দেয়া ভালো, যেমন, অমুক সেমিস্টারে আমার কাছে ওই কোর্স করেছে।
  • তাদের Student record ভেরিফাই করে ইনভাইটেশন ইমেইল পাঠানো হবে। সেই ইনভাইটেশন ইমেইল এর মধ্যে "Join Now" বাটনে ক্লিক করে জয়েন করতে হবে।
একবার জয়েন হয়ে গেলে, নির্ধারিত সময়ের মধ্যে যত খুশি কোর্স কমপ্লিট করতে পারবে।

কতজন এনরোল করতে পারবে?

আমরা ১০০ টা লাইসেন্স পেয়েছি। তাই first come first serve বেসিসে প্রথম ১০০ জন আবেদনকারী স্টুডেন্টকে আমরা এই সুযোগ দিতে পারব।

আপডেটঃ May 23, 2020

শুরুতে Finance major-দের অগ্রাধিকার দেয়া হয়েছিল এবং শুধুমাত্র তারাই এপ্লাই করতে পেরেছিল। আমাদের হাতে এখনো কিছু অব্যবহৃত লাইসেন্স থেকে যাওয়ায় এই প্রোগ্রাম এখন অন্য সব মেজরের জন্য উন্মুক্ত করে দেয়া হল।

তথ্যের জন্যঃ

আরও তথ্য বা সাহায্যের জন্য যোগাযোগ :
Mr. A. K. M. FARUK BHUIYAN,
Phone: 016-7140-4794

এই পোস্ট ফেসবুক গ্রুপে শেয়ার করার অনুরোধ করা হল।